Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Digital equipment
Details
শেরপুরের নালিতাবাড়ীর তারাগঞ্জ দক্ষিণ বাজার পুরুষ সিআইজি সমবায় সমিতিকে ডিজিটাল সরঞ্জামাদী প্রদান করা হয়েছে। শনিবার(১২ সেপ্টেম্বর) উপজেলা কৃষি অফিসে সমিতির কর্মকর্তাদের হাতে ডিজিটাল সামগ্রী তুলে দেওয়া হয়। জানাগেছে,ঢাকা খামার বাড়ী কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য যোগাযোগ শক্তিশালী করণ প্রকল্পের আওতায় ময়মনসিংহ অঞ্চলের নালিতাবাড়ী তারাগঞ্জ দক্ষিণ বাজার পুরুষ সিআইজি সমবায় সমিতিকে মাল্টিমিডিয়া প্রজেক্টর,ল্যাপটপ,কালার প্রিন্টার(কালার জেট),স্ক্যানার,স্মার্ট ফোন,জেনারেটর ও প্রজেক্টর স্ক্রিন দেওয়া হয়।এই সমিতি ডিজিটাল সামগ্রী গুলো ব্যাবহারের মাধ্যমে দ্রুত কৃষি সেবা গ্রহন করা এবং ব্যবসায়িক ভাবে ব্যবহার করে সমিতির আর্থিক সুবিধা লাভ করবে। এ সময় উপস্থিত ছিলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান, বাকৃবি অ্যালামনাই এসোসিয়েশনের নির্বাহী সাধারন সম্পাদক, জনাব কৃষিবিদ বদিউজ্জামান বাদশা,ঢাকা খামার বাড়ীর অতিরিক্ত উপ-পরিচালক জনাব বনি আমীন,আঞ্চলিক কৃষি তথ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ জনাব এম এম ফারহানা হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মো:আলমগীর কবীর,সহকারী তথ্য অফিসার জনাব জাহাঙ্গীর আলম খান। জেলা আ.লীগ সদস্য জনাব সরকার গোলাম ফারুক, আওয়ামীলীগ নেতা গোপাল চন্দ্র সাহা, জনাব আসাদুজ্জামান সোহেল প্রমূখ। তারাগঞ্জ দক্ষিণ বাজার পুরুষ সিআইজি সমবায় সমিতির সভাপতি আতিকুর রহমান মানিক,সাধারণ সম্পাদক মিনারুজ্জামান মিন্টু,কোষাধ্যক্ষ মিজানুর রহমান।
Images
Attachments
Publish Date
13/09/2020
Archieve Date
31/12/2021