কৃষি তথ্য সার্ভিস প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গ্রামীন জনগোষ্ঠীর মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং তাদের জীবন ব্যবস্থার মান উন্নয়ন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ন ও পুষ্টি সমৃদ্ধ করে তোলা তথা জনগনের খাদ্য নিরাপত্তা অর্জন এবং দারিদ্র্য বিমোচনে অব্যাহত ভূমিকা পালনে সহায়তা করতে দৃঢপ্রতিজ্ঞ।
কৃষি তথ্য সার্ভিসের সেবাসমূহ
Ø কৃষি তথ্য সার্ভিস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের একটি স্বতন্ত্র দপ্তর। এর মূল কাজ হল কৃষি বিষয়ক তথ্য প্রচার ও প্রকাশনা।
Ø কৃষির আধুনিক লাগসই প্রযুক্তি সহজ, সরল ও সাবলীল ভাষায় মানসম্মত তথ্য সেবা কৃষকদের কাছে পৌঁছে দেয়াই কৃষি তথ্য সার্ভিসের কাজ।
Ø কৃষি তথ্য সার্ভিস মূলত ২টি ধারায় কাজ করে থাকে যথা : (ক) প্রিন্ট মডিয়া ও (খ) ইলেকট্রনিক মিডিয়া
ক. প্রিন্ট মডিয়া
- বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় কৃষকদের করনীয় বিষয়ে গনমাধ্যমে প্রচারনা।
- কৃষিকথা, সম্প্রসারন বার্তা, ফোল্ডার, লিফলেট, বুকলেট, পোস্টার, বিজ্ঞাপন, কৃষি ডাইরি প্রকাশনা।
- জাতীয় ও আমর্ত্মজাতিক কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহন।
খ . ইলেকট্রনিক মিডিয়া
জাতীয় দূর্যোগ মোকাবেলায় দ্রুত টেলপ, বিজ্ঞাপন, টক শো, ফিলার নির্মান ও প্রদর্শনের ব্যবস্থা
-বেতারে কৃষি কার্যক্রম সম্প্রচার
· টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠান
· কৃষি সংবাদ প্রচার
· কৃষি প্রমাণ্যচিত্র প্রদর্শনী
· ভিডিও প্রদর্শনী ইত্যাদি
· বেসরকারি চ্যানেল কৃষি কার্যক্রম প্রচার।
Ø কৃষি তথ্য সার্ভিস বেতার স্ক্রিন্ট লিখন ও উপস্থাপন কৌশলসহ কৃষিতে উন্নয়ন যোগাযোগের ওপর কৃষি সম্প্রসারন /মৎস্য /প্রাণি সম্পদ /বন / বিআরডিবি/ কৃষি গবেষণা /পাট গবেষণা /ধান গবেষণা/ ইÿু গবেষনা ইনস্টিটিউট/ স্থানীয় সংবাদ দাতা ও এনজিও কর্মীকে প্রায়ই স্থানীয়ভাবে প্রশিক্ষণ দিয়ে আসছে।
Ø সর্বোপরি সরকার কর্তৃক নির্ধারিত / ঘোষিত অন্যান্য সেবাসমূহ প্রদান করা।
কৃষি তথ্য সার্ভিস থেকে যে সমসত্ম সেবা পাওয়া যায় তার বিবরণ নিমণরম্নপ :
ক্র.নং |
দায়িত্বাবলী |
সেবা গ্রহনকারী |
প্রার্থিত সুবিধা পাওযার সর্বোচ্চ সময়সীমা |
১. |
কৃষি তথ্য ও প্রযুক্তিভিত্তিক প্রিন্ট মিডিয়া |
||
|
কৃষি তথ্য সার্ভিস নিজস্ব কার্যক্রম নিয়মিত : ক) কৃষিকথা: একমাত্র সরকারি কৃষি ভিত্তিক মাসিক ম্যাগাজিন। |
আপামর কৃষক, শিক্ষক, ছাত্র/ছাত্রী, উদ্যোক্তা, খামারি, গবেষক, সম্প্রসারনবিদ, এনজিও কর্মী , আগ্রহী জনসাধারণ |
৩০ দিন ( প্রতি সংখ্যা) |
|
খ) সম্প্রসারণ বার্তা : মাসিক কৃষিভিত্তিক সংবাদ বুলেটিন |
কৃষি মন্ত্রণালয়াধীন সংস্থা প্রধান, উর্ধ্বতন কর্মকর্তা, গবেষক, বিজ্ঞানী, সম্প্রসারনবিদ, সম্প্রসারনকর্মী ও কৃষিজীবী |
৩০ দিন |
|
গ) কৃষি ডাইরি কৃষির সর্বশেষ হালনাগাদ তথ্য প্রযুক্তি কৃষি সম্পকীয় টেলিফোন নম্বর এবং কৃষি সেস্নাগান ছন্দ ও তথ্যভিত্তিক ৩৬৫ দিনের ডাইরি |
সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কৃষক, গবেষক
|
প্রতি বছর (ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশিত) |
|
অনিয়মিত: পোস্টার লিফলেট, বুকলেট ফোল্ডার স্টিকার, এসব সমসাময়িক কৃষি প্রযুক্তি তথ্য চলমান গুরম্নত্বপূর্ণ ইস্যু ভিত্তিক প্রকাশনা
|
দেশের গ্রামীন জনগোষ্ঠীর জন্য |
মৌসুমভিত্তিক বা যখন প্রয়োজন হয়। সারাবছর |
|
বিশেষ ক্রোড়পত্র জাতীয় ও আমত্মর্জাতিক দিবস বা ইস্যু ভিত্তিক জাতীয় পত্রিকায় প্রকাশনা |
সমগ্র জনগোষ্ঠীর জন্য |
জাতীয় ও আমত্মর্জাতিক দিবস বা উপলক্ষে |
|
বিজ্ঞপ্তি ; প্রাকৃতিক দূর্যোগ, মহামারী, বিশেষ তথ্য প্রযুক্তি প্রচারণা সম্পর্কে অবহিত করানো। |
দেশের কৃষিজীবীসহ আপামর জনগন |
কৃষিভিত্তিক যে কোন ইস্যুতে |
|
অন্য বিভাগের প্রকাশনা : পোস্টার, লিফলেট, বুকলেট, ফোল্ডার, প্রশিক্ষণ ম্যানুয়ালসহ আন্যান্য প্রকাশনা |
মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগ, সংস্থাকর্তৃক প্রেরিত
|
সারাবছর প্রয়োজন মাফিক |
২. |
কৃষি তথ্য প্রযুক্তিভিত্তিক ইলেকট্রনিক মিডিয়া ক. রেডিও:
১) কৃষি সমাচার ২) ক্ষেতে খামারে বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও হতে- কিষাণ মাটি দেশ
|
রেডিওর শ্রোতামন্ডলী |
প্রতিদিন সম্প্রচার ‘কৃষি সমাচার’ সকাল ০৬:৫৫ মিনিটে ‘ক্ষেতে খামারে’ সন্ধ্যা ০৬:০৫ মিনিটে
‘কিষাণ মাটি দেশ’ সন্ধ্যা ০৬:০৫ মিনিটে |
|
খ. টেলিভিশন: ১. মাটি ও মানুষ: কৃষি তথ্য ও উন্নয়নমূলক অনূষ্ঠান সপ্তাহে ৫ দিন ২. বাংলার কৃষি: কৃষি তথ্য ও উন্নয়নমূলক অনূষ্ঠান প্রতিদিন সকাল ৭.২৫ মিনিটে |
কৃষির সাথে সম্পৃক্ত, আগ্রহী শ্রোতাবৃন্দ, দেশব্যাপী |
সপ্তাহে ২ দিন অনুষ্ঠান সম্প্রচার ও পুনঃপ্রচার ৩ দিন |
০৩. |
মাল্টিমিডিয়া ও প্রমোশন: কৃষি তথ্য প্রযুক্তিভিত্তিক (বিনোদনের মাধ্যমে কৃষি তথ্য প্রযুক্তিভিত্তিক ডকুড্রামা, গান, নাটক তৈরি ও সম্প্রচার যা গ্রামগঞ্জে, হাট বাজারে, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ধ্যার পর প্রচারিত হয়। |
গ্রাম ও শহরের আগ্রাহী দর্শক, কৃষক, ছাত্র, শিক্ষকসহ কৃষিজীবী
|
মেলা, জাতীয় ও আমত্মর্জাতিক উৎসব পালন এবং যে কোন সংস্থার চাহিদামাফিক |
০৪. |
প্রশিক্ষণ:কৃষিতে উন্নয়ন যোগাযোগ, প্রযুক্তি হসত্মামত্মর কৌশল, ই-কৃষি, ই-গর্ভনেন্স ও ই-কমার্স, কৃষি ডিজাইনিং ও গ্রাফিক্র্ |
সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ। যারা মিডিয়া ভিত্তিক কার্যক্রমে সংশিস্নষ্ট বা আগ্রাহী । |
প্রতি বছরে সিডিউল অনুযাযী |
০৫. |
বেতার স্ক্রিপ্ট লিখন উপস্থাপন কৌশলসহ কৃষি উন্নয়ন এর উপর প্রশিক্ষণ প্রদান। |
কৃষিসম্প্রসারন /মৎস্য/ বন/ পশুসম্পদ/ সম্প্রসারন/মৎস্য/ /বিআরডিবি /কৃষি গবেষনা/পাট গবেষনা /ধানবষনা/ ইÿু গবেষনা ইনস্টিটিউট/ স্থানীয় সংবাদদাতা ও এনজিও কর্মী। |
প্রামিত্মক সভার সিদ্ধামত্ম অনুযাযী |
০৬ |
সরকার কতৃক নির্ধারিত/ঘোষিত অন্যান্য সেবাসমূহ প্রদান করা । |
আপামর দেশবাসী |
সারাবছর (প্রযোজন মাফিক) |
০৭. |
অন্যান্য প্রশাসনিক কাজ
|
প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী |
প্রযোজন মাফিক |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস